স্টাফ রিপোর্টার: শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে যাত্রীদের জন্য নতুন বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর শনিবার বিকেলে বাস স্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে বাস চলাচলের শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান।

এ সময় তিনি বলেন, ৮ নভেম্বরের পর ফিটনেস বিহীন হবিগঞ্জ এক্সপ্রেসসহ কোনো বাস সড়কে চলতে পারবে না।মৌলভীবাজার জেলা বাস মিনিবাস সমিতি সভাপতি ও জেলা বিএনপি সদস্য সচিব আবদুর রহিম রিপন এর সভাপতিত্বে ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান এমদাদুল হক এমাদ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আহসান আহমেদ জাবেদ, ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তোফায়েল আহমেদ তুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

নতুন বাস সার্ভিস চালুর ফলে যাত্রী হয়রানি কমবে। চলাচলকারি যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *