শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগানের পুরুষতম তাঁতীর মেয়ে সোনালী তাঁতী (১৬)কে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়। রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগানের র‌্যানার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী কালীঘাট চা বাগানের-পুরুষতম তাঁতীর মেয়ে সোনালী তাঁতী (১৬), গত ১২ অক্টোবর ২০২৫ বিকেল ৪ ঘটিকায় বিদ্যালয় হতে টমটমযোগে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত ফুসকুড়ি চা বাগানস্থ ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌঁছলে আগে থেকে টমটমে থাকা আসামী শাকির মিয়া (২৬), পিতা-সামছু মিয়া, সাং-শংকরসেনা, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ভিকটিমের সাথে থাকা অপর দুই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে টমটম থেকে ফেলে দিয়ে ভিকটিমকে জোর করে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সে সময় ভিকটিমের সাথে থাকা অপর দুই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনার বিবরণ বলার পর পরিবারে লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোজির পর না পেয়ে ভিকটিমের বাবা শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরী করে।

উক্ত ঘটনার পর হতে পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় ভিকটিম সোনালী তাঁতী‘কে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে শ্রীমঙ্গল থানা পুলিশের চৌকস দল।
তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে অপহৃত ভিকটিম উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে লক্ষ্যে ১ নভেম্বর রাত্রিবেলা এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ নিরবিচ্ছন্ন অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানাধীন বনগাঁও সাকিন হতে আসামী শাকির মিয়াকে গ্রেফতার পূর্বক অপহৃত ভিকটিম সোনালী তাঁতীকে উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী (৫০), বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ একটি মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ- ১ নভেম্বর, ২০২৫; ধারা- ৭/৩০। গ্রেফতারকৃত অপহরনকারীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *