জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিলেটভিউ২৪ডটকম’এর নিজস্ব প্রতিবেদক তমাল ফেরদৌস দুলালকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের পুণ্যভূমি সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, সংস্কৃতিকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে মাজারসংলগ্ন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়।
 এর আগে বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সকালে হাসপাতাল থেকে মরদেহ সার্কিট হাউস সংলগ্ন নিজ বাসায় নেওয়া হলে স্বজন ও সহকর্মীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সহকর্মী সাংবাদিকরা তাঁকে ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে বক্তারা স্মরণ করেন তাঁর কর্মনিষ্ঠা, সততা, বিনয় ও মানবিক গুণাবলিকে। দীর্ঘ সাংবাদিক জীবনে তমাল ফেরদৌস দুলাল জেলার উন্নয়ন, মানবিকতা এবং সমাজের নানা সমস্যা নিয়ে নির্ভীকভাবে কাজ করেছেন। তিনি ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং সিলেটভিউ২৪ ডটকমের মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, মৌলভীবাজার প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *