পিএফজি মৌলভীবাজার এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে পিস ফ্যাসিলেটেটর গ্রুপ ( পি এফ জি) এর যাত্রা শুরু হয় ২০২৪ সালের জুন মাসে, যা বাস্তবায়ন করছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। সে সময় থেকেে এই গ্রুপটি সংঘাত নিরসনের জন্য এবং ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতিসহ সব ধরনের সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় ২১ অক্টোবর মঙ্গলবার পি এফ জি মৌলভীবাজার এর ত্রৈমাসিক সভা মৌলভীবাজার ক্লাবে অনুষ্ঠিত হয় ।
পিএফজি মৌলভীবাজার এর কো-অর্ডিনেটর খালেদ চৌধুরীরর সভাপতিত্ত্বে এবং সিলেট অফিসের কর্মকর্তা আকলিমা চৌধুরীর উপস্থিতিতে বেশ কিছু গুরুত্বপূর্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার বিষয় বস্তুর মধ্যে ছিল ১। ২টি এম্বাসেডরের শূন্যস্থান পুরণ, ২। বিগত এবং আগামী প্রোগ্রাম নিয়ে আলোচনা, ৩। নিস্ক্রিয় সদস্যদের বিষয় নিয়ে আলোচনা, ৪। পিএফজি এর প্রশিক্ষণের সময় সদস্যদের তৈরি সাংঘঠনিক কাঠামো নিয়ে আলোচনা এবং ৫। বিবিধ ।
এম্বাসেডরের শূন্যস্থান পুরণের বিষয়ে সদস্যদের মধ্যে থেকে আনোয়ার হোসের দুলাল এবং রুহেল চৌধুরী এই দুই জনের প্রস্তাব করা হয়। পরবর্তী তে পিএফজি মৌলভীবাজার এর কো-অর্ডিনেটর খালেদ চৌধুরী এডভোকেট মোস্তাক আহমেদ মম, এম্বাসেডর ফখরুল ইসলাম, সদস্য মুহিবুর রহমান মুহিব, তাপস কুমার ঘোষ এবং সওয়ারা বেগম এই ৫ সদস্য বিশিষ্ঠ একটি সাবজেক্ট কমিটি গঠন করে এম্বাসেডরের শূন্যস্থান পুরণের দায়িত্ব প্রদান করেণ।

ছবি: পিএফজি মৌলভীবাজার এর উপস্থিত সদস্যবৃন্দ
সাবজেক্ট কমিটির সদস্যবৃন্দ ব্যাপক আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে সবাই মিলে একটি সিদ্ধান্তে উপনিত হোন এবং হাউজে এম্বাসেডর হিসেবে আনোয়ার হোসেন দুলালের নাম উপস্থাপন করেণ। হাউজের সর্ব সম্মতিক্রমে আনোয়ার হোসেন দুলালকে এম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়। নারী কোটায় অন্য কোন প্রতিদন্দী না থাকায় শাহজাদী বেগম কলিকে নারী এম্বাসেডর হিসেবে মনোনীত করা হয় এবং সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
