সিলেট – সুনামগঞ্জ মহাসড়কে চলছে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট
সিলেট প্রতিনিধি: ৩ দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্ট কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
রবিবার রাত ৮ থেকে সারা দেশের সাথে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গন্তব্যে যাওয়া যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করার কথা জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পরিবহন শ্রমিককে মারধোর ও বাস ভাংচুর, পরিবহন শ্রমিক দেলোয়ারের মুক্তি ও শ্রমিক নেতা আনোয়ারের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মহা সড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সড়ক পরিবহণ এক্য পরিষদ।
রবিবার রাত থেকে কোনো ধরনের দূরপাল্লার পরিবহণ সিলেট কিংবা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সকাল থেকে বাসস্টপেজ এলাকায় যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও পরিবহন শ্রমিকদের পিকেটিং এর মুখে গন্তব্য যেতে পারেননি যাত্রী সাধারণ।
পরিবহন শ্রমিকদের ডাকা আকস্মিক কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস আদালতসহ স্কুল কলেজে যাওয়া যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে উপায় না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ বাসস্ট্যান্ড এলাকায় পরিবার পরিজন নিয়ে অনিশ্চিত সময় পার করছেন। এমন পরিস্থিতিতে পরিবহন সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
ধর্মপাশা এলাকা থেকে আসা নুরুজ্জামান বলেন, আমারা সারারাত লঞ্চে করে সকালে শহরে এসেছি। যাবো সিলেট শাহজালালের মাজারে। বাস্ট্যান্ডে এসে শুনি ধর্মঘট। এখন বড় মুশকিলে রয়েছে। লালন নামের একজন বলেন, আমরা অনেক দূর থেকে আসছি। সকাল থেকে আটকা রয়েছি। কোনো কিছু হলেই রাস্তা বন্ধ করে দেয়া হয়। আমরা সাধারণ মানুষ যাবো কোথায়।
পরিবহন শ্রমিকরা জানান, রবিবার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেল্পার মারধরের শিকার হন এক পরিবহণ শ্রমিক। এসময় শিক্ষার্থী কর্তৃক একটি বাস ভাংচুর করা হয়।
বাস ভাংচুরের বিচার ও পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান পরিবহণ শ্রমিকরা। শ্রমিকদের দাবির বিষয়ে সোমবার পরিবহন শ্রমিকদের সাথে জেলা প্রশাসনের একটি সভা রয়েছে। দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলে জানান সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক।
