দুর্বার সংবাদ ডেস্ক: ঈদ উদযাপনকে আরও বর্ণিল করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজন করেছে ঈদ আনন্দ মিছিল। ঢাকার ৪০০ বছরের পুরনো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত এই মিছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে। ৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় এই বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল।

মিছিলে সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র ছিল। সুলতানি-মোগল আমলের ইতিহাসচিত্র সম্বলিত পাপেট শো অংশগ্রহণকারীদের মাঝে ভিন্ন মাত্রার আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের জন্য সেমাই ও মিষ্টির আয়োজন করা হয়। পরে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থী আনিসা রহমান বলেন, “এমন আয়োজনে থাকতে পেরে সত্যিই দারুণ লাগছে। আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত।” অভিভাবক মনিরুজ্জামান নয়ন বলেন, “আগে ঈদ মিছিলের কথা শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এবার পরিবার নিয়ে এসে আনন্দ ভাগাভাগি করতে পেরে দারুণ লাগছে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আমাদের লক্ষ্য ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করা। ঈদ আনন্দ মিছিল তারই একটি ধাপ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।” উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *