সারা দেশে ঈদের জামাত
এক মাস সিয়াম সাধনার পর এল খুশির ঈদ। আজ সোমবার সারা দেশে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত নিয়ে এই আয়োজন।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে লাখো মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ছবি: সংগৃহিত

কিশোরগঞ্জের শোলাকিয়ায় লাখো মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা মোনাজাত করেন ছবি: সংগৃহিত

পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: সংগৃহিত

এটি কোনো ঈদগাহ নয়, রেলওয়ে জংশনের স্টেশন প্ল্যাটফর্ম। এখানে আয়োজন করা হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ। যাঁরা বিভিন্ন ঈদগাহে নামাজ ধরতে পারেননি, তাঁরা অংশ নেন এই জামাতে। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা ছবি: সংগৃহিত

ঈদগাহে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। জান্নাতুল আমান ঈদগাহ, ঈশ্বরদী, পাবনা ছবি: সংগৃহিত

বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন। বান্দ রোড, বরিশাল নগর ছবি: সংগৃহিত
সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাত করছে ছোট-বড় সবাই ছবি: সংগৃহিত