পৃথিবীর সবচেয়ে দ্রুততম গতির ১০ প্রাণী
পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে যে যত বেশি গতিশীল, সে তত বেশি এগিয়ে। প্রায় সব প্রাণীকেই বেঁচে থাকার জন্য শিকার ধরা কিংবা শিকারির হাত থেকে নিজেকে রক্ষায় গতির ওপর নির্ভর করতে হয়। এর মধ্যে কিছু প্রাণীর চলা কিংবা দৌড়ানোর গতি আপনাকে বিস্মিত করতে পারে। সম্প্রতি সবচেয়ে দ্রুতগতির প্রাণীর তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস। পাঠকের জন্য তা তুলে ধরা হলো।
১
দ্রুততম স্থলচর স্তন্যপায়ী প্রাণী (চারপেয়ে)

চিতাবাঘ ফাইল ছবি: সংগৃহিত
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির চারপেয়ে স্তন্যপায়ী প্রাণী হলো চিতা। এই অসাধারণ ক্ষমতার প্রাণীটি তাদের শক্তিশালী পায়ের পেশি এবং সরু শরীরের কারণে ঘণ্টায় ৯৪ কিলোমিটার (৫৮ দশমিক ৪ মাইল) গতিতে দৌড়াতে পারে। আফ্রিকার বিস্তৃত তৃণভূমিতে হরিণসহ অন্যান্য প্রাণী শিকারের ক্ষেত্রে চমৎকার দৃষ্টিশক্তি এবং তীব্র গতির সংমিশ্রণ এই প্রাণীকে অপ্রতিরোধ্য ও ভয়ংকর শক্তিতে পরিণত করেছে।
২
সবচেয়ে দ্রুততম স্থলচর পতঙ্গ

অস্ট্রেলিয়ান টাইগার বিটল ছবি: সংগৃহিত
পতঙ্গটির নাম অস্ট্রেলিয়ান টাইগার বিটল (গুবরে পোকা)। লম্বায় ২০ মিলিমিটার। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯ কিলোমিটার (৫ দশমিক ৫ মাইল)। শুনে খুব দ্রুতগতির মনে না হতে পারে, কিন্তু একটু ভিন্নভাবে দেখলে বিষয়টি আপনার চোখে অপেক্ষাকৃত চিত্তাকর্ষক হিসেবে ধরা দিতে পারে। আর তা হলো, পোকাটি প্রতি সেকেন্ডে তার শরীরের দৈর্ঘ্যের ১২৫ গুণের সমান গতিতে চলতে পারে। পোকাটি তার গতি এবং বিদ্যুৎগতির প্রতিক্রিয়া ব্যবহার করে চোখের পলকে মাছিসহ অন্যান্য পোকামাকড় ধরে ও খেয়ে ফেলে।
৩
উড়ন্ত অবস্থায় সবচেয়ে দ্রুততম পতঙ্গ

ঘোড়া মাছি ছবি: সংগৃহিত
পুরুষ ঘোড়া মাছি (হর্সফ্লাই) পৃথিবীর সবচেয়ে দ্রুততম উড়ন্ত পতঙ্গ। প্রতি ঘণ্টায় এটির গতি আনুমানিক ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) পর্যন্ত। পেটে রঙিন কমলা রঙের চিহ্নের কারণে এই মাছিকে খুব সহজেই অন্যান্য মাছি থেকে আলাদা করা হয়। মেরু অঞ্চল ছাড়া সারা বিশ্বে এদের দেখা পাওয়া যায়।
৪
উড়ন্ত অবস্থায় দ্রুততম পাখি

ধলাগলা সুইবাতাসি পাখি ছবি: সংগৃহিত
ধলাগলা সুইবাতাসি নামের পাখিটি সম্ভবত অনুভূমিকভাবে উড়ন্ত অবস্থায় সবচেয়ে দ্রুততম গতির পাখি। যদিও বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। বলা হয়ে থাকে যে এটি ঘণ্টায় ১৭০ কিলোমিটারের (১০৫ মাইল) বেশি গতিতে উড়তে সক্ষম। এ তথ্য প্রমাণিত হলে এর অর্থ হবে, এটি হবে সোনালি ইগলের চেয়েও দ্রুতগতির পাখি। এটি একটি পরিযায়ী পাখি, যা লম্বা দূরত্ব অতিক্রম করে।
৫
মাটিতে সবচেয়ে দ্রুততম পাখি

উটপাখি ছবি: সংগৃহিত
হেঁটে সবচেয়ে দ্রুত পথ অতিক্রম করতে পারে উটপাখি। এটির গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) পর্যন্ত হতে পারে। উটপাখিরা দৌড়ানোর সময় স্থিতিশীলতা বজায় রাখতে তাদের ছোট ডানা উঁচু করে রাখে। তারা লম্বা পা ফেলে এবং শক্তিশালী পেশি ব্যবহার করে অত্যন্ত দ্রুততম গতিতে দৌড়াতে পারে। উটপাখির পায়ের পেশি এতটাই শক্তিশালী যে এটি লাথি মেরে একটি সিংহকে মেরে ফেলতে পারে। যদিও এমন ঘটনা বিরল।
৬
সবচেয়ে দ্রুতগতির মাছ
বিশ্বের সবচেয়ে দ্রুততম গতির সাঁতার কাটা মাছ হলো ব্ল্যাক মার্লিন। এটির সর্বোচ্চ গতিবেগ আনুমানিক ঘণ্টায় ১২৯ কিলোমিটার (৮০ মাইল)। ব্ল্যাক মার্লিন হলো মূল্যবান শিকারি মাছ। তীক্ষ্ণ ঠোঁট ও চিত্তাকর্ষক সহনশীলতার কারণে এদের ধরা খুবই কঠিন। এই মাছ ধরার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো গ্রেট ব্যারিয়ার রিফ। যদিও ভারত ও প্রশান্ত মহাসাগরের মতো অনেক গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেও এটি পাওয়া যায়।
৭
দূরপাল্লার দ্রুততম দৌড়বিদ

প্রংহর্ন ছবি: সংগৃহিত
দেখতে হরিণের মতো প্রংহর্ন বিরতি না নিয়ে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে ঘণ্টায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) গতিতে দৌড়াতে পারে। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৬ কিলোমিটার, যা বেশির ভাগ শিকারির চোখকে ফাঁকি দিতে সক্ষম। এই গতি প্রাণীটিকে যুক্তরাষ্ট্রের দ্রুততম স্থলচর স্তন্যপায়ী প্রাণীতেও পরিণত করে।
৮
দেহের দৈর্ঘ্যের তুলনায় দ্রুততম জীব

প্যারাটারসোটোমাস ম্যাক্রোপালপিস ছবি: সংগৃহিত
প্যারাটারসোটোমাস ম্যাক্রোপালপিস নামের মাইটটি তার আকারের তুলনায় পৃথিবীর দ্রুততম প্রাণী। এটি প্রতি ঘণ্টায় দশমিক ৮ কিলোমিটার গতিতে চলতে পারে। আপাতদৃষ্টে এই গতিকে অনেক কম মনে হতে পারে। কিন্তু একটু ভিন্নভাবে দেখলে বিষয়টি আপনাকে অবাক করে দিতে পারে। কারণ, ছোট্ট প্রাণীটির জন্য এই গতি প্রতি সেকেন্ডে ৩২২টি মাইটের দৈর্ঘ্যের সমান। মানুষ যদি সমান গতিতে চলতে পারত, তাহলে তারা ঘণ্টায় ২ হাজার ১০০ কিলোমিটার (১ হাজার ৩০০ মাইল) গতিতে দৌড়াত।
৯
স্থলে সবচেয়ে দ্রুতগতির গিরগিটি

ইগুয়ানা ছবি: সংগৃহিত
কাঁটাযুক্ত লেজের ইগুয়ানা হলো স্থলে সবচেয়ে দ্রুততম গতির গিরগিটি। প্রতি ঘণ্টায় এটির গতিবেগ ৩৪ দশমিক ৬ কিলোমিটার (২১ দশমিক ৭ মাইল)। শিকারিদের হাত থেকে বাঁচতে তারা অল্প সময়ে এই গতিতে দৌড়াতে পারে। এটি আনুষ্ঠানিকভাবে পরীক্ষাগারে পরিমাপ করা হয়েছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যাচাই করা হয়েছে।
১০
দ্রুততম সাঁতার কাটা সরীসৃপ

লেদারব্যাক সি টার্টল ছবি: সংগৃহিত
জলে সবচেয়ে দ্রুততম সরীসৃপ হলো বড় চামট সাগর কাছিম বা লেদারব্যাক সি টার্টল। প্রতি ঘণ্টায় এটির গতিবেগ ৩৫ কিলোমিটার (২২ মাইল) পর্যন্ত। মসৃণ ও অশ্রুবিন্দু আকৃতির দেহের জন্য এটি পানির ভেতর দিয়ে দক্ষতার সঙ্গে চলতে পারে এবং শিকারিদের হাত থেকে নিজেদের সহজেই বাঁচাতে পারে। এটি সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ। শক্ত খোলসের বদলে নরম ত্বক এটিকে অন্যান্য কচ্ছপের থেকে আলাদা করেছে।