বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে-রুহুল কবির রিজভী
স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে টাকা পাচার ও লুট হয়েছে, অথচ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সঞ্চয়ে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। ৯ ফেব্রুয়ারি রবিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পদ্মাসেতু, ফ্লাইওভার ও মেগাপ্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই টাকা তছরুপ করা হয়। ছেলে-মেয়ে ও ভাগ্নে-ভাগ্নির নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয় তখন আমাদের গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমানের মতো মহিমান্বিত মানুষ যারা এ দেশের তহবিল সংগ্রহ করেছেন। জাতীয় সঞ্চয়কে বৃদ্ধি করেছেন। যার বিরুদ্ধে একটি টাকাও এদিক সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএরফর চেয়ারম্যান হয়েছিলেন। এটি যেনতেন মানুষ হতে পারেন না।
ফাইনালে বালাগঞ্জ ও হবিগঞ্জ টিম মুখোমুখি হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় বালাগঞ্জ টিম এবং রানার্সআপ হয় হবিগঞ্জ টিম । খেলা শেষে রুহুল কবির রিজভী চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, মো: আব্দুল মুকিতসহ এম সাইফুর রহমানের পরিবারের সদস্যরা