দুর্বার সংবাদ ডেস্ক: ইংরেজী নববর্ষ ২০২৫ খ্রিস্টাব্দ উপলক্ষে দুর্বার সংবাদ পত্রিকা সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ দেশ বিদেশের সকল শ্রেণী পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়েছে। আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসেব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাই আগামী দিনের নতুন স্বপ্নের সোনালি দিনের প্রত্যাশায়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, ‘বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো,/পুরাতন বর্ষের সাথে/পুরাতন অপরাধ যত। আমাদেরও প্রত্যাশা পুরনো বছরের যত ব্যর্থতা-বেদনা, হতাশা-নিরাশা এমনি করে ক্ষয় হোক আবর্ত আঘাতে।


সাবইকে ইংরেজী নববর্ষ ২০২৫ খ্রিস্টাব্দের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *