জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস কোন আর্থিক সহযোগিতা ছাড়াই পালন করা হবে। সরকারিভাবে যে অর্থ আসবে সেই অর্থই নির্ধারিত কাজের জন্য ব্যয় করা হবে। ২০ নভেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে এম সাইফুর রহমান অডিটোরাম প্রাঙ্গনে এক মেলার আয়োজন করা হবে এবং অডিরিয়াম প্রাঙ্গনে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম মইন, জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহমদ, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল আহমদ বেলাল, প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *