ইরানে ইসরায়েলি হামলার সমাপ্তি, আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা
ইসরায়েলি যুদ্ধবিমান, ছবি: এএফপি (ফাইল)
দুর্বার সংবাদ ডেস্ক: ইরানে প্রতিশোধমূলক হামলার ইতি টেনেছে ইসরায়েল। শতাধিক যুদ্ধবিমান দিয়ে ইরানের তিন প্রদেশে এই হামলা চালানো হয়েছে। তবে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করা হলেও আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের দুইটি শক্তিশালী দেশ সরাসরি হামলা-পাল্টা হামলার মধ্যে জড়িয়ে পড়েছে। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন ইরানি কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিশোধ নিতে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যার জবাব দিতে প্রায় এক মাস ধরে মরিয়া ছিল ইসরায়েলি সরকার।
তবে ইসরায়েলের এই হামলাকে সফলভাবে ঠেকিয়ে দেওয়ার দাবি করছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। বলা হচ্ছে, কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে। ইরানে এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।
