বিশেষ প্রতিনিধি: শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে সনাতনী দরিদ্র মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৭ অক্টোবর সোমবার সকাল ১১টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় সনাতন চেতনা আন্দোলনের শ্রীমঙ্গল শাখার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জন দরিদ্র মহিলাকে বস্ত্র প্রদান করা হয়।

সনাতন চেতনা আন্দোলন শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুলের সভাপতিত্বে ও সম্পাদক বিকাশ বাড়ৈর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন চেতনা আন্দোলন শ্রীমঙ্গলের সমন্বয়ক ইঞ্জিনিয়ার তুষার সরকার, উপদেষ্টা জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সহ-সভাপতি মনতোষ পাল ভানু ও সম্পাদক রাসেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেবরায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, প্রদীপ রায় মনা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *