মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন প্রার্থী। ৪ জুলাই বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন অফিসারের নিকট চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা হলেন – তোফায়েল আহমেদ তুয়েল, মোঃ সেজুল আহমদ, খোবরুহ মোহাম্মদ কোরেশী, মো: হাবিবুর রহমান মসুদ, মো: দেলওয়ার হোসেন বাচ্চু, এবং মোঃ খসরু আহমেদ।
৫ জুলাই শুক্রবার রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র যাচাই বাছাই করবেন, ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন দাখিল করলে উক্ত পদটি শূন্য।
