ছবি: সংগৃহিত

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার সংস্কারের দাবিতে মঙ্গলবার (২ জুলাই) সকালে কয়েকজন যুবক কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের নজরে আনার জন্য রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানায়।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের অন্তর্গত রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার বিহীন অবস্থায় আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসলে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। বর্তমানে বর্ষা মৌসুমে রাস্তাটি আরও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন যুবক বলেন, ‘রাস্তাটি সংস্কারের দাবিতে ও রাস্তাটি করুন অবস্থা প্রশাসনের নজরে আনার জন্য মঙ্গলবার (২ জুলাই) সকালে এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে। ’স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তার কোন সাড়া পাওয়া যায়নি।। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *